ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ কেটে গেলেই বাড়বে শীত

তিন নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক »
মেঘে ঢাকা আকাশ থাকবে বুধবার পর্যন্ত। আর মেঘ কেটে গেলেই বাড়বে শীত। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে বাংলাদেশ উপকূলে তেমন প্রভাব পড়বে না। বৃষ্টিও তেমন হওয়ার সম্ভাবনা নেই। তবে সাগর থেকে বয়ে আনা মেঘের বলয় থাকতে পারে বুধবার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি আজ রোববার বিকেলে ভারতের ভুবনেশ্বর উপকূলে আঘাত করতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাব প্রসঙ্গে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গা কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সাগরের এই ঘূর্ণিঝড়টির মেঘের পরিধি অনেক বেশি। প্রচুর মেঘ নিয়ে আসছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ উপকূলে তেমন কিছু না হলেও বাংলাদেশসহ ভারতের বিভিন্ন এলাকার আকাশ মেঘে ঢাকা থাকতে পারে বুধবার পর্যন্ত। এতে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে।’
মেঘ কেটে গেলে কি শীত বাড়বে? এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘মেঘ কেটে গেলে শীতের প্রভাব বাড়তে পারে। এতে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমতে শুরু করবে। এছাড়া বছরের এ সময়টি সাধারণত শীতকাল।’
এদিকে দেশের বিভিন্ন এলাকায় শীতের আবহ ইতোমধ্যে শুরু হলেও প্রকোপ বাড়েনি। একইসাথে ঘন কুয়াশাও দেখা যায়নি। তবে মেঘ কেটে গেলে শীত যেমন বাড়তে পারে সেই সাথে ঘন কুয়াশাও বাড়তে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে বছরের এসময়ে এক বা একাধিক নিম্নচাপ সৃষ্টি হয়। এসব নিম্নচাপ অনেক সময় ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে থাকে।