গীতিকবি মোস্তফা সরয়ার ফারুকী!

সুপ্রভাত ডেস্ক :

জুনের মাঝামাঝিতে অবমুক্ত হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর ট্রেলার। আর গতকাল (৩ জুলাই) এলো বিশেষ চমক ‘পরজীবী শহরের গান’। যে গানটি তৈরি হলো সিরিজটিরজন্য। যেখানে নির্মাতা ফারুকীকে প্রথমবার পাওয়া গেলো গীতিকবিরূপে। চিরকুট ব্যান্ডের পাভেল আরিনের সুর-সংগীতে এটি গেয়েছেন মাশা ইসলাম।

গানটির অডিও-ভিডিও যৌথভাবে প্রকাশ হয়েছে ফেসবুক ও ইউটিউবে। অবমুক্ত হওয়ার পর থেকে ভালো প্রশংসা জুটছে। বিশেষ করে ফেসবুকে গানটির কথা নিয়ে প্রশংসায় ভাসছেন ফারুকী। অনেকেই বলছেন, গীতিকার হিসেবেও ফারুকী চমকে দিলেন সবাইকে। এদিকে, গানের দৃশ্যের প্রায় পুরোটা জুড়ে আছেন এর অভিনেত্রী তাসনিয়া ফারিন। মূলত তাকে ঘিরেই সিরিজটির গল্প। এর আগে গত ২০ জুন ফেসবুকে অবমুক্ত হয়েছিল এর পোস্টার। সেটাও ছিল ফারিনকে ঘিরে। এটি শেয়ার করে ফারুকী লেখেন, ‘যদি কখনও পিছিয়ে আসতে দেখো, ভেবো না সেটা তার পরাজয় মেনে নেওয়া! লক্ষ্যে ছুটে যাওয়ার আগে তীরকেও তো পিছিয়ে আসতে হয়!’ ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’-এ ফারিন ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করেছন। তাদের মধ্যে আছেন- মামুনুর রশীদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

আগামী ৯ জুলাই সিরিজটি অবমুক্ত হবে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে।