নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ‘করোনাকালীন’ বৈরি পরিস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং মানসম্মত পাঠদান নিিেশ্চতের লক্ষে জেলার সবকটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদান শুরু করেছে পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার বিকেলে সূচনালগ্নে ৩২টি প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে মাল্টিমিডিয়া হস্তার উপলক্ষে পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য জেলা পরিষদেও মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্ল্যাহ এবং জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে ইউএনডিপি’র কর্মকর্তা ছাড়াও জেলা পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় খাগড়াছড়ি জেলায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষকদের মাঝে মাল্টিমিডিয়া সামগ্রী হস্তান্তর করা হয়।