কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :

স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ট্রেনের মোট আসন সংখ্যার ২৫ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার গিয়ে কিনতে পারবেন যাত্রীরা। বাকি ২৫ ভাগ অনলাইনে কেনা যাবে। আর করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ৫০ ভাগ আসন ফাঁকা থাকবে। এতদিন ৫০ ভাগ টিকিটই অনলাইনে কিনতে হতো। প্রসঙ্গত, করোনার কারণে বর্তমানে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৬৭ জোড়া (১৩৪টি যাত্রীবাহী) ট্রেন চলাচল করছে।