করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭২

Coronavirus illustration of a virus on a turquoise background 3d render

সুপ্রভাত ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩৭ জনের ‍মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৬৮ জনে।

এসময় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৬ হাজার ২২৫।

করোনাভাইরাস বিষয়ে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২১টি আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৫৪৪টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা সংগৃহীত হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি। আগের দিনেরসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। এসব নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ২ হাজার ৭৭২ জনের।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন। এ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন রোগী সুস্থ হলেন।