কক্সবাজারে ১১ বছরের পথশিশুকে গণধর্ষণ তিন ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার শহরে এক পথশিশুকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। নতুন জীবন নামে একটি সংগঠনের সদস্য জুবাইর হোছাইন বাদী হয়ে শুক্রবার বিকালে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু দমন আইনের (সংশোধনী ৩) এর ৯ (০৩) এর ধারায় তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মো. আরিফ, রোহিঙ্গা দাবিদার টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লকের  মো. রাশেদ ও মো. জুয়েল। নতুন জীবন নামে এই সংগঠনটি কক্সবাজার শহরে পথশিশুদের কল্যাণে কাজ করে।

নির্যাতনের স্বীকার ওই শিশুকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সমুদ্র সৈকতের সিগ্যাল পয়েন্টে আটক ৩ যুবকের হাতে ধর্ষণের শিকার হয় ওই পথশিশু। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন অপকর্মে জড়িত। ধর্ষণের শিকার শিশুর স্বীকারোক্তিমতে, তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে নতুন জীবন সংগঠনের সদস্যরা।

নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু জানান, বিষয়টি তার নজরে আসলে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। পরে সংগঠনের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ৩ যুবককে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পরে পুলিশের সহযোগিতায় ওই শিশুকে ওসিসিতে পাঠানো হয়।