ঐকতানের উদ্যেগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন

সুপ্রভাত ডেস্ক :

বন্দর থানাধীন মধ্যম হালিশহরস্থ সৃজনশীল সংগঠন ঐকতান পরিবার দীর্ঘ পথ চলায় সামাজিক, সাংস্কৃতিক তথা সুন্দর ও সুগতিরসন্ধানের পথে ধারাবাহিক বিভিন্ন কর্মকান্ডের মধ্যে নতুন প্রজন্মকে সাহিত্য অনুরাগী করার নিমিত্তে প্রতি বৎসর বৃহৎ পরিসরে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে আসছে।

এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে গত শনিবার সন্ধ্যায় গুণী শিল্পীদের সরব উপস্থিতিতে কবি গুর রবীন্দ্রনাথের ১৬১তম জন্মতিথি উপলক্ষ  রবীন্দ্র জয়ন্তী পালন করছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী এবং বরেণ্য  সেতারবাদক সঞ্জীব দত্ত। উপস্থিত ছিলেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো.  মোরশেদ আলম, টিভিশিল্পী সুব্রজিৎ চক্রবর্তী, তুষার দাশ,  সেঁজুতি দাশ, প্রসেনজিত চক্রবর্তী প্রমুখ।

আবৃত্তি পরিবেশন করেন লিটন সরকার, যীষু দে, সুজয় দে, সুষ্মিতা ও  চৈতি। তবলায় ছিলেন  সৌরভ দে।  নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সুদীপ  দত্ত। সঞ্চালনায় ছিলেন লিটন সরকার  ও সুমন দে। বিজ্ঞপ্তি