এক সিদ্ধান্তেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ৪৫০ মিলিয়ন ডলার ক্ষতি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বিশ্বের অন্যতম ধনী বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সম্প্রচার স্বত্ব নিয়ে সমস্যা দেখা দেয়ায় চলতি মৌসুমে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ক্ষতি হবে অজি ক্রিকেট বোর্ডের। সম্প্রচার স্বত্ব কিনে নেয়া প্রতিষ্ঠান সেভেন নেটওয়ার্ক শিগগিরই বোর্ডের সঙ্গে তাদের চুক্তি বাতিল করতে যাচ্ছে বলে এমন অবস্থায় পড়ছে সিএ।
চুক্তি বাতিলের বিষয়ে সেভেন নেটওয়ার্কের প্রধান জেমস ওয়ার্বারটন সংবাদমাধ্যমকে বলেন, ‘সিএ একটি ধ্বংসস্তূপ, হোঁচট খেয়ে পড়া একটি প্রতিষ্ঠান। আমরা সব দিক বিবেচনা করেই চুক্তিটির সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আমরা তাদের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি। আমরা আমাদের সকল বিষয় বিবেচনা করতে সক্ষম।’
ধারণা করা হচ্ছে গত কিছুদিন ধরে চলমান মতবিরোধের কারণেই সেভেন নেটওয়ার্ক এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এ বিষয়ে ওয়ার্বারটন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে আমরা হতাশ। তারা হুট করে ঘোষণা দিলো যে এবার বিগ ব্যাশ লিগ অনুষ্ঠিত হবে। এদিকে আবার কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনেক ভালো খেলোয়াড়রা খেলতে পারবেন না।’
তিনি যোগ করেন, ‘পরবর্তীতে সিএ আবার জানালো যে চলতি বছরের আসরে অস্ট্রেলিয়ারই শীর্ষস্থানীয় খেলোয়াড়রা থাকছেন না। আঞ্চলিক ক্রিকেটাররা যত ভালো খেলুক, তারকা খেলোয়াড়রা না থাকলে দর্শকদের মন খারাপ থাকবেই। এটি একটি বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না।’
ওয়ার্বারটন আরো বলেন, ‘আমি বুঝতে পারছি না যে ক্রিকেট অস্ট্রেলিয়া বোকার মতো কিভাবে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক সিরিজ একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে। এক কথায় এটা রসিকতা ছাড়া আর কিছুই না।’ খবর : ডেইলিবাংলাদেশ’র।