জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম জনপদের নাম দৌছড়ি ইউনিয়ন। যদিও শিক্ষাদীক্ষা, সাংস্কৃতিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে এই জনপদের মানুষ। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আন্তরিকায় ইতিমধ্যে পাল্টে যাচ্ছে দৌছড়ি ইউনিয়নের চিত্র। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান বলেন.পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আন্তরিক প্রচেষ্টায় এই দুর্গম জনপদের আনাচে-কানাচেতে দৃশ্যমান উন্নয়ন কাজ চলছে। দৃশ্যমান এসব উন্নয়ন কাজ শেষ হলে পাল্টে যাবে এলাকার মানুষের ভাগ্যের চাকা । তিনি আরো বলেন, বর্তমানে শতকোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং শত কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। আগামীতে এসব কাজ সম্পন্ন হলে দৌছড়ি ইউনিয়ন হবে উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে একটি মডেল ইউনিয়ন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো. শফিউল্লাহ জানান বীর বাহাদুর এমপি মহোদয়ের প্রচেষ্টায় দৌছড়ি ইউনিয়নের ব্রিজ, কালভার্ট,মসজিদ, মাদ্রাসা, ক্যাং, গীর্জা রাস্তাঘাট স্কুলসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পথে। দৌছড়ি ইউপির চেয়ারম্যান হাবিব উল্লাহ জানান, পুরো ইউনিয়নটি সীমান্ত ঘেঁষা। বর্তমানে ইউনিয়নের মধ্যে অধিকাংশ সড়ক কার্পেটিংয়ের আওতায় চলে এসেছে। এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সহকারী প্রকৌশলী জানান.নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দৌছড়ি ইউনিয়ন পর্যন্ত কার্পেটিং সড়ক, বাইশারী টু দৌছড়ি ভায়া লংগদুর মুখ সড়কে ছাগলখাইয়া সড়কে খালের উপর ব্রিজ,বাঁকখালী নদীর উপর ব্রিজ ও সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। তাছাড়া বাহির মাঠ, লেমুছড়ি, কুলাছি, বাইছাং ত্রিপুরা পাড়া, পাইনছড়ি থেকে টারগু পাড়া বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আরো বিভন্ন সড়ক, কালভার্টের কাজ চলমান রয়েছে। এতে করে দুর্গম জনপদের বসবাসরত পাহাড়ি বাঙালি সহজেই উৎপাদিত পণ্য বাজারজাত করে দিগুণ আয় করতে পারবে।