উদ্বোধনী খেলায় ওয়াকওভার!

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আসরের চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় মাঠে এসেও সন্দ্বীপ উপজেলার এ বি কলেজ অংশগ্রহণের অপরাগতা জানায় প্রতিপক্ষ কর্ণফুলী উপজেলার এ জে চৌধুরী ডিগ্রি কলেজকে বিধি মেনে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল রেলওয়ে পোলোগ্রাউন্ডে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী  খেলার দুই দলই মাঠে আসে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্টে বিকাল ৪টায় এ জে চৌধুরী ডিগ্রি কলেজ দল মাঠে নামলেও সন্দ্বীপ এ বি কলেজ দল মাঠে নামেনি। রেফারি নির্ধাারিত  সময় অপেক্ষা করে লম্বা বাঁশি বাজিয়ে উঠে আসেন। টুর্নামেন্টে শুধুমাত্র কলেজ পর্যায়ের ছাত্ররাই খেলতে পারবে বলে নিয়ম করে সংশ্লিষ্ট সব কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়। কিন্তু  সন্দ্বীপ উপজেলার এ বি কলেজ ডিগ্রি পড়ুয়া ছাত্রদের দলভূক্ত করে মাঠে আসে। এতে টুর্নামেন্ট কমিটি শুধুমাত্র কলেজ পর্যায়ের ছাত্রদের নিয়ে মাঠে নামার অনুরোধ করেন। ন্যুনতম সাতজন হলেও দল  খেলতে পারবে। সাতজন থাকা সত্ত্বেও বারবার অনুরোধ করার পরও তারা দল মাঠে নামায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সন্দ্বীপ এ বি কলেজের এ আচরণে অবাক হয়েছেন। তারা এ কলেজ প্রশাসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করবেন বলে জানা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) আবু রায়হান দোলনে’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। ওয়ার্ড কাউন্সিলর এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাশেম, সৈয়দ আবুল বশর, ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হারুন আল রশিদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ (কাজল), সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, সিডিএফএ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ কাউন্সিলর মো. আশরাফুজ্জামান প্রমুখ।

চট্টগ্রামের পনের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম কলেজসহ ১৬ কলেজ এই টুর্নামেন্টে অংশদগ্রহণ করছে। জেলার চ্যাম্পিয়ন  ও রানার্সআপ দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা লাভ করবে। আজকের খেলা- চট্টগ্রাম সরকারি কলেজ:রাউজান ইমাম গাজ্জালী কলেজ (২টা), পটিয়া সরকারি কলেজ:লোহাগাড়া মোস্তাফিজুর রহমান কলেজ (৩টা ৩০), সীতাকুণ্ড ডিগ্রি কলেজ:সাতকানিয়া কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম কলেজ (৫টা)।