নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :
চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে নবাগত ইন্টার্নী ডাক্তারদের ‘রিসেপশান ও শপথ গ্রহণ প্রোগ্রাম’ গত সোমবার বিজিসি বিদ্যানগরের চেয়ারম্যান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্র্রাস্ট মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এস. এম. তারেক।
আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. নিবেদিতা পাল, অধ্যাপক ডা. এলভিন সাহা, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মো. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. খুরশীদ আলমসহ বিভিন্ন বিভাগীয় প্রধানবৃন্দ এবং ম্যানেজমেন্ট অফিসিয়াল মোহাম্মদ এরশাদ হোসেন, মো. তাজুল ইসলামসহ অন্যরা।
নবাগত ইন্টার্নী ডাক্তারদের মেডিকেল এথিক্স ‘শপথ বাক্য’ পাঠ করান অনুষ্ঠানের চেয়ারপার্সন ও হসপিটালের ডাইরেক্টর ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.)।
























































