নাইক্ষ্যংছড়িতে ডায়রিয়া চিকিৎসা সহায়তা দিলেন ১১ বিজিবি

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দূর্গম আমঝিরিপাড়া ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ডের ১১ বিজিবির সদস্যরা। ১২জুলাই নাইক্ষ্যংছড়ি বিজিবি জোনের উদ্যোগে দুর্গম এলাকার ১৪৫ জন নারী-পুরুষ ও শিশুর মাঝে দিনব্যাপী চিকিৎসা সহায়তা ও ঔষুধ বিতরণ করা হয়।

১১ বিজিবি’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মু: জাহিদুল ইসরাম জানান,  নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে অন্তত ৪০কি:মি দূরবর্তী আমঝিরিপাড়াটি আলীকদম সীমান্ত লাগোয়া। এখানকার অধিকাংশ মানুষ ম্রো জনগোষ্ঠী। দোছড়ি ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের এই পাড়ায় সম্প্রতি প্রতিটি ঘরে ঘরে পেট ব্যথা, বমি, ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে মানুষ।

ডায়রিয়া আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং ১৪জন বাসিন্দা উপজেলা সদরে এসে চিকিৎসা নিলেও আমঝিরিপাড়া ও পার্শ্ববর্তী এলাকার অন্যান্য মানুষের চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়।

এই অবস্থায় এসব গ্রামের মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি।

বুধবার( ১২ জুলাই) দোছড়ির ক্রোক্ষ্যং চাকপাড়ায় বিজিবি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মু: জাহিদুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মেডিকেল টিমের সদস্যরা দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

আমঝিরিপাড়া ছাড়াও বাইসন ত্রিপুরাপড়া, ক্রিংথই মুরংপাড়া, আকংপাড়া, আমঝিরি মুখ মুরংপাড়া, আলীথংঝিরি পাড়া, ম্যারোমুরং পাড়া এবং ইংলং মুরংপাড়ার অন্তত ১৪০জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ সরবরাহ করা হয়।এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে.কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন-দোছড়ির দূর্গম এসব গ্রামে মহামারি আকারে ছড়িয়ে পড়া ডায়রিয়া, পেটব্যাথা এবং মাথা ব্যাথাসহ বিভিন্ন বিষয়ে সরেজমিনে চিকিৎসা প্রদান ও ওষুধ দিয়েছে বিজিবির মেডিকেল টিম।