চট্টগ্রামে একদিনেই শনাক্ত হাজার ছাড়িয়েছে,মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় একদিনেই শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জন। এটি করোনায় চট্টগ্রামে একদিনেই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে মঙ্গলবারের ৯৫৫ জনের শনাক্ত ছিল চট্টগ্রামের একদিনেই সর্বোচ্চ শনাক্ত। নতুন ১ হাজার ৩ জন শনাক্ত নিয়ে চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ হাজার ৭৮৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে চারজন এবং উপজেলায় ছয়জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮০০ জন।

বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১২ টি ল্যাবে ২ হাজার ৮৬৯ নমুনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ৬৫২ জন এবং উপজেলায় ৩৫১ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৫১ হাজার ৯৪৯ জন এবং উপজেলায় ১৫ হাজার ৮৩৮ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ হাজার ৭৮৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে চারজন এবং উপজেলায় ছয়জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে নগরীরে ৫০৭ জন এবং উপজেলায় ২৯২ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮০০ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস  ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৫৭ নমুনার মধ্যে ১৯১ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ নমুনায় ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪০৭ নমুনায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৫ নমুনায় ৭৮ জন,   এন্টিজেন টেস্টে ৭১৩ নমুনায় ২৩৫ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৯২ নমুনায় ৬৮ জন, শেভরণে ২২৪ নমুনায় ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৪ নমুনায় ৩৬ জন, আরটিআরএল ল্যাবে ৩১ নমুনায় ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ নমুনায় ১৪ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ নমুনায় ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করে  কোন নমুনায় করোনার অস্তিত্ব মেলেনি।