ইউআইটিএস-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস(ইউআইটিএস)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস(ইউআইটিএস)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকাল ৪ টায় জুম  ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ আখতারুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হুসাইন।

প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ-এর উপদেষ্টা ড. একেএম সাইফুল ইসলাম খান ও  বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান তুহিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ সোলায়মান।

অনুষ্ঠানটি ইউআইটিএস-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রপ্রচার করা হয়।