আমাকে ফাঁসানো হয়েছে : ফারহান

সুপ্রভাত ডেস্ক :

ছোট পর্দার অভিনেতা মুশফিক রহমান ফারহানের নামে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এক তরুণীকে অত্যাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তরুণীর দাবি, তার সঙ্গে ৫ বছরের প্রেম ছিল এই অভিনেতার।এই বিষয়ে জানতে ঢাকা পোস্ট থেকে যোগাযোগ করা হয় ফারহানের সঙ্গে। তিনি বলেন, ‘এখন এই বিষয়ে তেমন কিছু বলতে চাই না। আগামীকাল (২৯ মে) এই প্রসঙ্গে জানাব। তবে এটুকু বলতে পারি, আমাকে ফাঁসানো হয়েছে।’

অন্যদিকে তরুণীর অভিযোগ, সম্পর্কে থাকাকালীন তাকে বিভিন্নভাবে অত্যাচার করতেন এই অভিনেতা। এমনকি হুমকিও দিয়েছেন অনেকবার। এমনটা চলতে থাকলে এক সময় ফারহানের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। এ অব¯’ায় বৃহস্পতিবার (২৭ মে) তার পুরো পরিবারকে ধ্বংস করার হুমকি দেন ফারহান- এমন অভিযোগে তিনি জিডি করেন।

এদিকে ফারহানকে ওই তরুণী বিভিন্নভাবে হেনস্তা করছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তরুণী বলেন, ‘আমি নাকি ফারহানের কাছ থেকে টাকা নিয়েছি। এমনটা সবাইকে বলে বেড়া”েছ। সে আমার নামে মিথ্যা রটিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে।’ উল্লেখ্য, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু ফারহানের। তার কণ্ঠ আর উপ¯’াপনায় মুগ্ধ করেন শ্রোতাদের। এর পাশাপাশি শুরু করেন অভিনয়। বর্তমানে সেখানেই বেশি মনোযোগ দি”েছন তিনি। এবার ঈদেও তার একাধিক নাটক প্রচারিত হয়েছে।