অশোভন আচরণের জন্য মুশফিকের শাস্তি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
মাঠে আপত্তিকর আচরণের জন্য শাস্তি পেতে হলো মুশফিকুর রহিমকে। ম্যাচ চলার সময় সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বেক্সিমকো ঢাকার অধিনায়ককে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। খবর বিডিনিউজের।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে সোমবার দুই দফায় নাসুমের দিকে তেড়ে যান মুশফিক। ম্যাচের পর আম্পায়াররা আচরণবিধি ভাঙার দায়ে অভিযোগ আনেন সিনিয়র এই ক্রিকেটারের বিরুদ্ধে।
মুশফিক দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণ বিধির লেভেল ১ ভাঙার দায়ে শাস্তি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।
শাস্তির ঘোষণার আগেই সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন মুশফিক। ম্যাচ শেষেই নাসুম আহমেদের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি। নাসুমও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘মাঠের বিষয় মাঠেই শেষ।’