অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর। চন্দনাইশের প্রতিটি সড়ক উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন, ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিগত দিনের চেয়ে অনেক বেশি বলে তিনি দাবি করেন। তাছাড়া কর্ণফুলী টার্ণেল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যারা এক সময় এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলেছেন, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

গত শনিবার সকালে কানাইমাদারী চুড়ামনি সড়ক থেকে ছাত্তারহাট জিসি সড়ক পর্যন্ত ২ কোটি ৮ লক্ষ ৭২ হাজার টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা যথাক্রমে মো. সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, তৌহিদুল আলম, আবদুর রহিম চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী প্রমুখ।

পরে কানাইমাদারী নিদাগির পাড়া মোহছেন শাহ (রা:) ঐক্য পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ৫০ জন হতদরিদ্র শিশুকে ফ্রি খতনা অনুষ্ঠান যুবলীগ নেতা মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।