অতিরিক্ত যাত্রী পরিবহন করায় তিন মামলা

নগরীর সিটি গেইট এলাকায় অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে বন্ধ রয়েছে গণপরিবহন। কিন্তু এর মধ্যে নগরীর সিটি গেইট এলাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে গাড়ি। বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ৩টি মামলা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার সুপ্রভাতকে বলেন, পুলিশ নিয়ে নগরীর পতেঙ্গা, ইপিজেড, বন্দর, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান চালানো হয়। এসময় গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ৩টি মামলা দেওয়া হয়েছে। পাশা-পাশি ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।