নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা :
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্নের দিঘি এলাকার শঙ্খনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদ- ও একটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ চৌধুরী।
গতকাল বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খনদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি অবৈধ ড্রেজার জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ চৌধুরী জানান, স্থানীয় কিছু অসাধুব্যক্তি শঙ্খনদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন জব্দ ও এক বালু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোস্টগার্ডের সাঙ্গু ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।