নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :
“দুর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”-প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মত সাতকানিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মো. আবদুস সালাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাজ উদ্দীন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন।
প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের এসি জসিম উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তারা দুর্যোগ পরিস্থিতিতে এবং দুর্র্যোগ পরবর্তী অগ্রগতিতে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।
পরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দুর্যোগ সহনীয় বাড়ির উদ্বোধন করা হয়। ইতোপূর্বে ১৮টি দুর্যোগ সহনীয় বাড়ির কাজ শেষ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রাম
























































