নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজান উপজেলার প্রাণকেন্দ্র রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের রাউজান জলিলনগর বাস স্টেশনে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের পাশে এক একর জমিতে ১২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের আওতায় ৩তলাবিশিষ্ট রাউজান উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শুরু করা হয়েছে। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রাউজান উপজেলায় বৃহত্তম উপজেলা মডেল মসজিদটি নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত বিভাগের অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস চৌধুরী এন্টারপ্রাইজ মসজিদটির নির্মাণ কাজ করছেন। গত ১৬ সেপ্টেম্বর সকালে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। মসজিদের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি আবদুল্ল্যাহ আল মাহমুদ, ওসি আবদুল্ল্যাহ আল হারুন, নিবাহী প্রকৌশলী শাহরিয়ার, আনোয়ারুল ইসলাম, ইরফান আহম্মদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম শাহাজাহান, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুক।
, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আবদুর রহমান চৌধুরী, পৌর কাউন্সিলর আলমগীর আলী, অ্যাডভোকেট দিলিপ কুমার চৌধুরী, জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, ঠিকাদার সাইফু উদ্দিন চৌধুরী সাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।