খইয়াছড়ার ৮ নম্বর ওয়ার্ড
নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে প্রথম খইয়াছড়া ইউনিয়নের ৮ নন্বর ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা ঘোষনা করা হয়েছে।গত শুক্রবার সন্ধ্যায় চৌধুরীপাড়া জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের একটি অনুষ্ঠানে এ ঘোষনা দেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। বিট পুলিশিং এর উদ্যোগে ৮ নন্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা ঘোষণা অনুষ্ঠানে কাজী ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খইয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাবের আহমেদ, স্থানীয় ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু, থানার পরিদর্শক দীনেশ দাশগুপ্ত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মিরসরাই থানা পুলিশ শুধু এ এলাকাকে মাদকমুক্ত নয় পুরো মিরসরাই থানা এলাকাকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছে।
এরজন্য তিনি এলাকাবাসীকে সহযোগিতা কামনা করেন। আলোচনা অনুষ্ঠানের শেষে উপস্থিত বাসিন্দারা দুই হাত প্রসারিত করে অতীতের ন্যায় ভবিষ্যতেরও খইয়াছড়া ইউনিয়নের ৮ নন্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন।