শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ারকে জাতিসংঘ মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন ‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইট্স’ কর্তৃক ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক সম্মাননা ২০২১’ প্রদান করা হয়।
গত ২ এপ্রিল রাজধানীর শাহ্বাগ ‘ইন্টার কন্টিনেল্টাল’ ক্রিস্টাল অডিটোরিয়ামে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এস এম মুজিবুর রহমান ও প্রধান আলোচক অবসরপ্রাপ্ত সেনাপ্রধান লে. জেনারেল এম হারুনুর রশীদ বীরপ্রতীক তার হাতে সনদ ও সম্মাননা তুলে দেন।
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রবীণ মুদাররিস মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে বৃহত্তর চট্টগ্রামে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন। বিজ্ঞপ্তি