নিজস্ব প্রতিনিধি,পটিয়া »
করোনা ভাইরাস দ্রুত গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ছে। দুইদিনে পটিয়ায় ১১৩ জন করোনা পজেটিভ।
২৭ জুলাই সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৮জন করোনা পরীক্ষা দিয়ে ৫০ জনের পজেটিভ রির্পোট এসেছে। এর আগের দিন একই হসপিটালে ১৫১ জন পরীক্ষা দিয়ে ৬৩ জনের পজেটিভ মিলেছে। পটিয়া ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালখালী, চন্দনাইশ, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা থেকে প্রতিদিন নারী-পুরুষ টিকা নিতে পটিয়া হাসপাতালে ছুটে আসছেন।
এদিকে প্রতিদিন করোনা পজেটিভ রোগীর সংখ্যা বাড়লেও গ্রামেগঞ্জে কোনভাবে মানছে না স্বাস্থ্যবিধি। তবে উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর টিম নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা অব্যাহত রেখেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার রির্পোট ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার কারণে পটিয়া ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে লোকজন ভিড় করছে। যার কারণে নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ১শ টাকা সরকারি ফি দিয়ে ৮৬০জন লোক করোনার টিকা গ্রহণ করেছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট রবিউল হোসেন রনি জানিয়েছেন, হঠাৎ করে পটিয়ায় করোনা বেড়েছে। গত দুইদিনে পটিয়ায় ১১৩ জন পজেটিভ। যার কারণে স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। দ্রুত পটিয়াতে টিকা কেন্দ্র বাড়ানো দরকার।