৯ বছর পরেও জাজকে স্মরণ করলেন মাহি!

সুপ্রভাত বিনোদন ডেস্ক

২০১২ সালের ৫ অক্টোবর চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্য বিশেষ দিন। কারণ, এদিন ঢাকাই সিনেমার দর্শকের সামনে নায়িকা হিসেবে প্রথম হাজির হন তিনি। সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও আত্মপ্রকাশ ঘটে জাজ মাল্টিমিডিয়ার।
এদিন মুক্তি পায় জাজ-মাহির প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’। পায় ব্যবসায়িক সাফল্য।
এরপর একই প্রতিষ্ঠানের ব্যানারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন মাহি। তবে মাঝে হুট করেই জাজের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয়।
বের হয়ে আসেন প্রতিষ্ঠানটি থেকে। তবে জাজের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়, মাহিকে নিয়ে তারাও আর কোনও সিনেমা বানাবে না। জাজ প্রধান আবদুল আজিজ এটাও জানান, মাহির প্রতি দুর্বল ছিলেন তিনি!
জাজ মাল্টিমিডিয়া থেকে বের হলেও মাহির একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ন্ত্রণে রেখে দিয়েছিল প্রতিষ্ঠানটি। অনেকবার সেটি ফেরত চেয়েও পাননি এই অভিনেত্রী। এই বিষয়ে দুই পক্ষের মধ্যে মন-কালাকালি কম হলো না।
এত কিছুর পরেও সেই জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ জানালেন মাহি। কারণ, ৫ অক্টোবর। ৯ বছর আগে এই দিনেই তার নায়িকা হওয়া। তাই জাজকে ধন্যবাদ দিতেও ভুললেন না তিনি।
ফেসবুকে এক পোস্টে এই চিত্রনায়িকা লেখেন, ‘৯ বছর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’
‘ভালোবাসার রঙ’ সিনেমাটি পরিচালনা করেন শাহীন সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করেন বাপ্পী চৌধুরী।
এদিকে মাহি বর্তমানে আছেন কক্সবাজারে। সেখানে ‘যাও পাখি বলো তারে’ ছবির গানের শুটিং করছেন। তার সঙ্গে আছেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানান, আগামী দুই দিন সেখানে দৃশ্যধারণ চলবে।