৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ

আলোচনা সভা

ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন ঐতিহাসিক ৬ দফা ঘোষণা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন ৭ জুন। এ দিনটি বাংলার স্বাধিকার আন্দোলনকে স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত করেছিল। তিনি বলেন, ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তিনি গতকাল সোমবার সকাল ১০টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, ছিদ্দিক আহমদ বি.কম, আইয়ুব আলী, মাহবুবুর রহমান শিবলী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা কৃষক লীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা তাতী লীগ আহ্বায়ক দিদারুল আলম, দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগ যুগ্ম আহবায়ক সুরেশ দাশ, মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা মঞ্জু, জীবন আরা বেগম, কামরুন নাহার, আয়েশা সিদ্দিকী রুমি, খালেদা আক্তার, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী, কৃষক লীগ নেতা আবদুল মান্নান, আবদুল মোনাফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মালেক খান, এস এম বোরহান উদ্দিন, ছাত্রনেতা শেখ মো. মহিউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আজিজ তুহিন প্রমুখ।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ
ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিপটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, ঐতিহাসিক ৬ দফা ঘোষণা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মোরশেদা পারভীন, কেমি বড়ুয়া, রোকন উদ্দিন আহমেদ, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, পূর্ণিমা চৌধুরী, শরীফা ইয়াসমিন, মুন, অভিনেতা প্রণব চক্রবর্ত্তী, শিল্পী মো. জাহাঙ্গীর, রেখা বড়ুয়া, সামিনা, আকাশ, রেজাউল করিম, দীপিকা দাশ, প্রিয়ান্তী বড়ুয়া, অরুণ দাশ, রিতা বড়ুয়া, জাফর ইকবাল, গীতা দাশ, ইকবাল মাহমুদ, হামিদুল হক, জয় দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি