হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল আবারো শুরু করছে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস

সুপ্রভাত ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার হাইড্রোক্সিক্লোরোকুইন ঔষধের ক্লিনিক্যাল ট্রায়াল আবারো শুরুর ঘোষণা দিয়েছে।
এর আগে গত ২৫ মে সংস্থাটি নিরাপত্তা জনিত কারণে ঔষধটি পরীক্ষার কাজ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিল।
এদিকে মেডিক্যাল জার্নাল দ্য লানসেট এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ঔষধটি কোভিড -১৯ রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
এরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে নতুন এ ঘোষণাটি এলো।

হাইড্রোক্সিক্লোরোকুইন সাধারণত আর্থাইটিস চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প সহ কিছু লোক কোভিড- ১৯ চিকিৎসায় ঔষধটিকে সমর্থন করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ভার্চুয়াল নিউজ ব্রিফিংয়ে বলেন, সলিডারিটি ট্রায়ালের নির্বাহী গ্রুপ গত সপ্তাহে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। ঔষধটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার জন্যে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সিদ্ধান্তটি নেয়া হয়েছিল।
উল্লেখ্য, বিশ্বের ৩৫টি দেশের সাড়ে তিন হাজারেও বেশি রোগীকে এই ট্রায়ালের জন্যে গ্রহণ করা হয়েছে।