সেন্টমার্টিনে জেলের বড়শিতে ৩৪ কেজির দুটি লাল কোরাল

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগরে বড়শি দিয়ে বড় আকারের দুটি লাল কোরাল মাছ ধরেছেন এক জেলে। ৩৪ কেজি ওজনের কোরাল দুটির দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা।

সোমবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিনের জেলে আবদুল গনির বড়শিতে লাল কোরাল মাছ দুটি ধরা পড়েছে। সেই মাছগুলো সেন্টমার্টিন বাজারে আড়াই লাখ টাকা দাম হাঁকিয়েছে। আরো বেশি দামে বিক্রি করার জন্য সকালের দিকে কক্সবাজার শহর বাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

জেলে আবদুল গনি বলেন, সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে এর আগেও ২০১৮ সালের ১৪ নভেম্বর মাসে ৩৫ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করেছিলাম ১০ লাখ টাকায়। ২০২০ এর নভেম্বর মাসেও গণি আবারো পোয়া মাছ পেয়ে সেটি বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়। তিনি এবার সোমবার রাতেও দুটি লাল পোয়া মাছ পেয়েছেন। মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।

তিনি আরও বলেন, সেন্টমার্টিন বাজারে ৩৪ কেজি ওজনের মাছ দুটি দাম হাঁকিয়েছেন আড়াই লাখ। আরো কিছু দামের আশায় কক্সবাজার শহরের নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপে লাল কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোন কোন সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সেন্টমার্টিন দ্বীপে এখন বড় বড় লালা কোরাল মাছ পাওয়া যাচ্ছে।