‘সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে মানবতার হাত বাড়িয়ে দিন’

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫বি৪ এর আওতাধীন নবগ‌ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগং শেভরন ও লায়ন্স ক্লাব চিটাগং শেভরন এলিট এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠান নগরীর শেভরন ক্লি‌নিক্যাল ল্যাবরেট‌রির কনফারেন্স হলে সম্পন্ন হয়। এ সময় একই জেলার আরও ৫টি নবগ‌ঠিত ক্লাব লায়ন্স ক্লাব চিটাগং ব্লুমিং স্টার, লায়ন্স ক্লাব অব চিটাগং এরিস্টোক্র্যাট, লায়ন্স ক্লাব এব চিটাগং এরিস্টোক্র্যাট এ‌লিট, লায়ন্স ক্লাব অব চিটাগং এপেক্স ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীন ভ্যালি’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ। লায়ন্স ক্লাব অব চিটাগং শেভরন এলিটের প্রেসিডেন্ট লায়ন পুলক পা‌রিয়াল এর সভাপতিত্বে ও ক্লাব সমূহের অরগানাইজার লায়ন মশিউর রহমান চৌধুরী মাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আল সাদাত দোভাষ, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন সামসু‌দ্দিন আহমেদ সিদ্দীকী, ২য় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডি এম.মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, সিএলএফ সেক্রেটারি লায়ন দেবাশীষ দত্ত।
এতে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন উত্তম কুমার দাশ, জোন চেয়ারপারসন লায়ন সঞ্জিবন চন্দ্র সরকার, লায়ন সোহেলা মাহমুদ, লায়ন গাউসুল হক চৌধুরী, অভিষিক্ত ক্লাব সমূহের স্পন্সর মহানগর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন অঞ্জন শেখর দাশ সি আই পি।
এছাড়া প্রেসিডেন্ট হিসেবে শপথ ও আন্তর্জাতিক সনদ গ্রহণ করেন লায়ন পুলক পারিয়াল, লায়ন আব্দুর রশিদ দৌলতি, লায়ন খলিলউল্লাহ চৌধুরী সাকিব, লায়ন আনিসুর রহমান, লায়ন আশিকুল আলম আশিক, লায়ন কাজী ইমাম হোসাইন আবেদ, লায়ন মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে নতুন ক্লাব সমূহের সদস্যদের আন্তজার্তিক সম্মাননা সনদ তুলে দেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন ‘প্রত্যেককে সামর্থ অনুযায়ী মানবতার হাত বাড়িয়ে দিতে হবে, তবেই পৃথিবী হবে সুন্দর। আগামী প্রজন্মের জন্য, সমাজের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে।
এ সময় ছিন্নমূল শিশুদের নৈতিক স্কুলে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য জেলা গভর্নর লায়ন্স ক্লাব চিগাগং শেভরনের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগং শেভরনকে একটি কম্পিউটার হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি