সাদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগে কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ও স্টুডেন্ট লার্নিং টাইম (এসএলটি)এর সুযোগ, পরিকল্পনা ও চ্যালেঞ্জ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। বিএনকিউএফ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক নির্ধারিত অ্যাকাডেমিক মানদ-সমূহ এ বিভাগে কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা হয়েছে তা উপস্থাপন করাই ছিলো এ কর্মশালার উদ্দেশ্য।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, চবির শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইসরাত জাহান। আরও যুক্ত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানসহ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি বলেন, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ সঠিকভাবে প্রয়োগ করে শিক্ষার মানোন্নয়ন করতে পারলে তবেই কর্মশালার স্বার্থকতা। বিজ্ঞপ্তি