সম্প্রীতি নষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী : মোছলেম

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, এদেশ সকল সম্প্রদায়ের। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে আজ বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। দেশের অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল অতীতের মতো এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবলের কারণে এসব কুচক্রীমহল বারবার ব্যর্থ হচ্ছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত নগরীর কালুরঘাটে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন সর্বমঙ্গল গৌরহরি দাশ। অনুষ্ঠানে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এক বার্তায় শুভ বিজয়ার শুভেচ্ছা জানান। চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিউটন কুমার মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার মোখলেছুর রহমান, চসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মো. নুরুল আমিন মামুন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুল আলম, মহিলা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, চান্দগাঁও থানা পূজা পরিষদের উপদেষ্টা মতিলাল দেওয়ানজী, অধ্যাপক দিলীপ কুমার চৌধুরী, সনজিব নাথ, সঞ্জয় চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন চান্দগাঁও থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক টুটুল নাথ। সমীরণ দাশ ও সনজীব ভট্টাচার্য্যরে সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবলা দেওয়ানজী, টিটন চৌধুরী, পীযুষ চৌধুরী (বসু), পংকজ চৌধুরী, মিশু চৌধুরী, পিন্টু তালুকদার, পিন্টু চৌধুরী, পিন্টু বিশ্বাস, রঞ্জন সেন, যীশু চৌধুরী, রিপন দেওয়ানজী, রূপন দাশ, প্রমীজ শীল, তাপস দাশ, কমল নাথ, শুভ নাথ, মিলন দাশ, রাহুল দাশ, জয় দাশ, সানু বিশ্বাস (চন্দন), নুরনবী সাহেদ, মামুনুর রশিদ মামুন, যুবলীগ নেতা নঈম উদ্দীন খান। বিজ্ঞপ্তি