রাঙ্গুনিয়ায় ডেবা থেকে বন্যহাতি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া »

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া হরিহর জামিলাবাদ এলাকার জমির ডেবায় আবারো আটকা পড়েছে বন্যহাতি। বুধবার সকালে হাতিটি আটকা পড়ে।
খবর পেয়ে আটকা পড়া বন্যহাতি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বন বিভাগের যৌথ চিকিৎসক দল চিকিৎসা ও পর্যবেক্ষণ করছেন।
নারিশ্চা বিটের স্টাফ প্রদীপ লাল সাহা বলেন, বুধবার সকালে আবারো বন্যহাতি রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের লট নম্বর-২ বিলের মাঝে ডেবায় আটকা পড়ার খবর পেয়েছি। দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলামের দিক নির্দেশনায় রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির এর নেতৃত্বে নারিশ্চা বন বিটের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন কৌশলে বন্য হাতি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বন্যহাতিটি অসুস্থ হয়ে পড়ায় বনবিভাগের চকরিয়া বঙ্গবন্ধু সাপারি পার্ক ৩ জন চিকিৎসক ও শেখ রাসেল এভিয়ারি পার্কের ১ জন চিকিৎসক যৌথভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রদান করছেন। অসুস্থ হাতিকে ১২টি ইনজেকশন পুশ করা হয়েছে।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, বনবিভাগ ও এলাকাবাসীর প্রাণবন্ত চেষ্টায় বন্যহাতি উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।