নিজস্ব প্রতিনিধি, রাউজান :
রাউজানে শারীরিক প্রতিবন্ধী ছোটন দাশ ও তার প্রতিবন্ধী স্ত্রী অনিমা দাশকে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ঘর নির্মাণ করে দেন। রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের নন্দী পাড়া কালীবাড়ি মন্দিরের পাশের বাসিন্দা ছোটন দাশ ও তার স্ত্রী অনিমা দাশ শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী হলেও তারা দুজনেই ঘরে বসে পাটি তৈরি করে ও এলাকার মানুষের সহায়তায় জীবনযাপন করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের ঘর নির্মান করার উদ্যোগে নিলে রাউজানে সরকারি অর্থায়নে ১৪ ইউনিয়নে ১৪টি রাউজান পৌরসভায় চারটি সেমি পাকাঘর নির্মান করে দেয়। রাউজানের ১৪টি ইউনিয়নে ২৮টি রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে ২২টি সেমিপাকাঘর নির্মান করছে। এছাড়াও রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ২টি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ’ সমিতি ২ একটি, রাউজান উপজেলা অফিসার্স ক্লাব ১টি সেমিপাকাঘর নির্মান করে দিচ্ছেন অসহায় দরিদ্র পরিবারকে। রাউজান উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৫৪টি ঘর নির্মানকাজ চলছে দ্রুতগতিতে। দরিদ্র গৃহহীন পরিবারের জন্য নির্মান করা সেমি পাকাঘর নির্মান কাজের তদারকি করছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী রাউজানে ৫৪টি সেমিপাকাঘর নির্মান করে দিচ্ছেন দরিদ্র গৃহহীন পরিবারকে।