ঠাঁই হলো গিরিছায়ায়
নিজস্ব প্রতিনিধি, রাউজান :
চট্টগ্রামের রাউজানে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়ছে চিতা বাঘের শাবক।
৫ জুন সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার একটি পুকুর থেকে স্থানীয় লোকজন চিতা বাঘের শাবকটি উদ্ধার করেন।
স্থানীয় আলম সওদাগর ও জাহেদ সওদাগর জানান, তাঁরা সকালে দোকান খুলতে গেলে দেখতে পান স্থানীয় একটি পুকুরে চিতা বাঘটি ছুটাছুটি করতে।
খবর পেয়ে উৎসুক জনতা চিতা বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়। জানা গেছে, চিতা বাঘটি কদলপুরে কয়েকটি গ্রামে ব্যাপক তান্ডব চালান। সেখান থেকে স্থানীয়দের ধাওয়া খেয়ে চলে আসেন পাহাড়তলী ইউনিয়নে। ধারণা করা হচ্ছে বাঘটি কোন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পেয়ে পুকুরে পড়ে যান। পরে কৌশলে ঐ পুকুর থেকে তাঁকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি তাঁরা স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিনকে জানান, তিনি রাউজানে পর্যটন এলাকা গিরিছায়া ফোন করে বিষয়টি জানানোর পর সেখান থেকে অফিসের কয়েকজন লোক এসে বাঘটি গিরিছায়াতে নিয়ে যান। এবিষয়ে স্থানীয় লোকজন জানান, বন উজাড় হওয়ার কারণে প্রায় সময় লোকালয়ে হরিণ, বানর, অজগর সাপ, বন মুরগী গ্রামে চলে আসছে।
তাঁরা জানান আগে পাহাড়ে সবুজ গাছ পালা থাকার কারণে তাঁরা নিরাপদ ছিল, এখন সবুজ গাছ পালা কেটে নেয়ার কারণে এসব প্রাণীরা গ্রামে চলে আসছে।
























































