রহস্যময় হ্রদ ‘ড্রাগন আই’

সুপ্রভাত ডেস্ক :
জাপানের উত্তরপূর্বাঞ্চলে রয়েছে হাছিমন্তই পাহাড়। সেখানেই রয়েছে ড্রাগনের চোখ সদৃশ একটি হ্রদ, নাম কাগামি নুমা। আকাশ থেকে দেখলে হ্রদটিকে মনে হয় যেন ড্রাগনের চোখ। প্রতি বছর বসন্তে তুষার গলার ফলে এই হ্রদ পরিষ্কার পানিতে পূর্ণ হয়। আর এই দৃশ্য দেখতে সেখানে ভীড় জমায় পর্যটকরা। মে মাসের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত ড্রাগন আই’য়ের সৌন্দর্য উপভোগ করা যায়।
ড্রাগন আইয়ের একটি ছবি ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। ছবিটি একজন ফটোগ্রাফার হেলিকপ্টার থেকে তুলেছিলেন। এরপরই ড্রাগন আই লেক নামে পরিচিত হয়ে ওঠে কাগামি নুমা হৃদটি।
তবে এই হৃদটি নিয়ে জাপানিদের মধ্যে একটি গল্প প্রচলিত রয়েছে। তাদের মতে, এই লেকের পানি পান করে একটি ছেলে সত্যিই ড্রাগন হয়ে যায়। এরপর থেকে লেকটির নাম ড্রাগন আই। তারা ড্রাগন দেবতাকে ভক্তি শ্রদ্ধা জানাতেও এই লেকের ধারে গিয়ে প্রার্থনা করে। খবর : ডেইলিবাংলাদেশ’র।