‘কর্ণফুলীকে ঘিরে চট্টগ্রামের অর্থনীতি আবর্তিত’

মতবিনিময় সভা

নগরীর ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের এয়াকুব নগরে জনসাধারণের সাথে মতবিনিময়, উঠান বৈঠক ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতাকে আমাদের কাজে লাগাতে হবে। বর্তমান দশকে চট্টগ্রামে যে পরিমাণ উন্নয়ন কর্মকা- সাধিত হয়েছে এবং যে পরিমাণ উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে তা কেবল যে কোনো সময়ের চেয়ে অনেক গুণ বেশিই নয়, বরং কল্পনার বাইরে। কর্ণফুলীকে ঘিরে আমাদের চট্টগ্রামের অর্থনীতি আবর্তিত, যা গোটা দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। কর্ণফুলী নদীর তীর সংলগ্ন ওয়ার্ড হিসেবে প্রাচীন কাল থেকেই এ ওয়ার্ডের অনন‍্য সাধারণ গুরুত্ব রয়েছে। আধুনিক নাগরিক সেবা চালু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আবুল মনছুর চৌধুরী (খোকন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মিসেস লুৎফুন্নেছা দোভাষ (বেবী), ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সালাউদ্দিন, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মজুমদার, মানবধিকার কোতোয়ালী থানার সভাপতি আব্দুল মাবুদ দোভাষ, উইমেন চেম্বার পরিচালক সাবিনা কায়য়ূম, ছাত্রলীগ নেতা মো. সোলাইমান, কামরুল হক, রাসেল আহমদ, একরাম চৌধুরী আকিজ, তামরাজ আলম, হোসেন আহমদ রাসেল, ইমরান চৌধুরী আরিফ, পারভেজ দোভাষ, বৃষ্টি বৈদ্যসহ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি