রবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য : ১ নভেম্বর থেকে বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন চবি শিক্ষক-শিক্ষার্থীরা

চবি প্রশাসনকে সাশ্রয়ী রেটে ডাটাপ্যাক সরবরাহ করার লক্ষ্যে ২৯ অক্টোবর ১১টায় চবি চারুকলা ইনস্টিটিউটে মোবাইল কোম্পানি ‘রবি আজিয়াটা লিমিটেড’ এর সাথে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রশাসনের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ, কলেজ পরিদর্শক, প্রভোস্টবৃন্দ, বিভাগের সভাপতিবৃন্দ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, গঠিত কমিটির সদস্যবৃন্দ আইসিটি সেলের পরিচালক এবং সহকারী পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক, অফিস প্রধানবৃন্দ, রবি আজিয়াটা লিমিটেডের জিএম (টেকনিক্যাল) অনুপম কুমার দে, ম্যানেজার (কর্পোরেট) কায়সার হামিদ ফরহাদ, আবদুল্লাহ আল মামুন, মোস্তফা আল মামুন, তৌহিদ কামাল চৌধুরী ও ওমর হায়াত চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমঝোতা চুক্তিতে চবি’র পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে সিইবিও মো. আদিল হোসেন (নোবেল) স্বাক্ষর করেন। উপাচার্য বলেন, দেশে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিগত ৬ সেপ্টেম্বর হতে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সর্বদা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে বদ্ধপরিকর। এ কার্যক্রমে সকল শিক্ষার্থীকে শতভাগ ক্লাশমুখী করতে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিমাসে সাশ্রয়ী মূল্যে ১৫ জিবি ডাটা প্যাক প্রদান করার লক্ষ্যে চবি প্রশাসন মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি আজিয়াটা লিমিটেড’ এর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বিশ^বিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এবং সামাজিক দায়বদ্ধতার নিরিখে রবি আজিয়াটা লিমিটেড শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণে সাশ্রয়ী রেটে ডাটা প্যাক প্রদানে এগিয়ে আসায় উক্ত প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তাব্যক্তি এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, এফসি সদস্য প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, বাংলাদেশ স্ট্যাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী এবং রবি আজিয়াটা লিমিটেডের সিইবিও আদিল হোসেন নোবেল ও জিএম জনাব আরিফ আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন চবি শিক্ষক, শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি