রপ্তানিকারকদের ভিসা প্রাপ্তি সহজ করা হবে

বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অনিন্দ্য ব্যানার্জী

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জীর সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর। খুলশীর বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভা বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালকবৃন্দ এএম শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, মিরাজ-ই- মোস্তফা (কায়সার), বিজিএমইএ’র সদস্য মাহফুজুল হক শাহ, মাহফুজুর রহমান, মঈনউদ্দিন আহমেদ চৌধুরীসহ চট্টগ্রাম ভারতীয় হাই-কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, বন্ধুপ্রতীম প্রতিবেশী ভারতের সাথে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি ভারতের বিশাল মার্কেটে বাংলাদেশী তৈরী পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্যসমূহ বাজারজাতে বিদ্যমান বাধাসমূহ নিরসনে সহযোগিতা কামনা করেন। এছাড়াও বাংলাদেশী ব্যবসায়ী রপ্তানিকারকগণ রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ভারতে গমনের ক্ষেত্রে ভিসা প্রাপ্তি সহজীকরণের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিশেষত আইটি খাতে ভারতের বিনিয়োগের প্রশংসা করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের পারষ্পরিক সুসম্পর্ক ও যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিন্দ্য ব্যানাজী বলেন, ভারতীয় বাজারে বাংলাদেশের পোশাক শিল্পসহ অন্যান্য রপ্তানি পণ্য বাজারজাতকরণে বিশাল সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে উভয় পক্ষের ব্যবসায়িক পর্যায়ে পারষ্পরিক যোগাযোগের মাধ্যমে সুযোগ-সুবিধা আরো কিভাবে সম্প্রসারণ ও সহজীকরণ করা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
বাংলাদেশী রপ্তানিকারকদের ভারতে গমনের ক্ষেত্রে ভিসা প্রাপ্তি সহজীকরণ করা হবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি