মারা গেলেন তরুণ নির্মাতা ও নেতা সাজ্জাদ সনি

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

তরুণ নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের দুইবারের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি (৩৭) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত (রবিবার ১৫ আগস্ট) আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘সনির হঠাৎ মৃত্যুতে আমরা সবাই হতভম্ব হয়ে পড়েছি। মনে হচ্ছে আমার হাত দুটো আর সঙ্গে নেই।’

মৃত্যুকালে সাজ্জাদ সনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন অবিবাহিত।

সাজ্জাদ সনির মৃত্যুতে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডসহ শোবিজের অনেক শিল্পী-নির্মাতা-সংগঠনের ফেসবুক দেয়াল হয়ে উঠেছে শোকবই।

ডিরেক্টরস গিল্ড জানায়, রবিবার (১৫ অগাস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সাজ্জাদ সনির মরদেহ রাখা হয়েছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। বেলা ১২টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পরে সাজ্জাদ সনির নিজ এলাকা নিকুঞ্জ ২ (খিলক্ষেত)-এর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সাজ্জাদ সনির নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নাগর’, ‘আজও কাঁদায়’, ‘কেউ কথা রাখেনি’ প্রভৃতি।