মানিকের ‘পুতুলনাচের ইতিকথা’য় জয়া

সুপ্রভাত ডেস্ক »

আবার কলকাতার আলোচিত প্রজেক্টে যুক্ত হলেন বাংলাদেশের মেয়ে জয়া আহসান। এবার তাকে দেখা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র প্রধান নারী চরিত্রে।
এটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে জয়ার সঙ্গে থাকছেন অবীর ও পরমব্রত চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সুমন মুখোপাধ্যায় পাঁচ বছর পর বাংলা ছবি নির্মাণে ফিরছেন। আর সেখানেই আস্থা রাখলেন জয়ার ওপর। এই পরিচালক ২০০৫-এ ‘হারবার্ট’, ২০০৮-এ ‘চতুরঙ্গ’, ২০০৯-এ ‘মহানগর@কলকাতা’, ২০১৩-তে ‘কাঙাল মালসাট’, ২০১৪-তে ‘শেষের কবিতা’ ও ২০১৭ সালে ‘অসমাপ্ত’ তৈরি করেছিলেন। কিছু দিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিন্দি প্রজেক্টে।
সুমন আনন্দবাজারকে বলেন, ‘‘এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে। প্রযোজক বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।’
ছবিটির মাধ্যমে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন পরিচালক। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত।
উপন্যাসের শশীর চরিত্রে রয়েছেন আবীর। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায়। কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত।
মূল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক ডাক্তারের। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে বয়ে চলা জটিল সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে এগোয় গল্প। রয়েছে প্রেম, বিরহ, দ্বেষ আর পারস্পরিক সহমর্মিতা।