বড় জয় ব্রাজিলের

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
মেসির গোলে জয় দিতে শুক্রবার যোগ্যতাঅর্জন পর্বের শুরুটা করেছিল আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই অভিযান শুরুর ম্যাচে তাগিদটা অনেক বেশি ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। লাতিন আমেরিকা জোনের অন্যতম দুর্বল প্রতিপক্ষ বলিভিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় দিয়ে শুরুটা ভালোই হল ব্রাজিলের। রবার্তো ফিরমিনোর জোড়া গোলে বলিভিয়াকে ৫-০ গোলে হারাল সেলেকাওরা।
ফিরমিনো ছাড়াও গোল পেলেন মার্কুইনহোস, ফিলিপ কুটিনহো। আরেকটি গোল আত্মঘাতী। অধিনায়ক নেইমার দি স্যান্তোস জুনিয়র গোল পেলেন না বটে, তবে জোড়া অ্যাসিস্ট করলেন তিনি। পিঠের যন্ত্রণায় কাবু নেইমার ম্যাচ খেলার ব্যাপারে অনিশ্চিত থাকলেও শেষ মুহূর্তে মাঠে নামার জন্য তৈরি হন তিনি। প্রথমার্ধে এদিন জোড়া গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১৬ মিনিটে গোলের খাতা খোলেন ডিফেন্ডার মার্কুইনহোস। দানিলোর ক্রসে দুরন্ত ক্ষিপ্রতায় মাথা ছুঁইয়ে গোল করে যান পিএসজি তারকা।
৩০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি ফিরমিনোর। রেনান লোদির বামপ্রান্তিক মাটি ঘেঁষা ক্রস জালে জড়িয়ে দেন অরক্ষিত অবস্থায় থাকা রবার্তো ফিরমিনো। বিরতির পর মিনিট চারেকের মধ্যে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিরমিনো। নেইমারের বাড়ানো পাস ধরে বক্সের মধ্যে চলতি বলে শট নেন লিভারপুল স্ট্রাইকার। বিপক্ষ গোলরক্ষকের দোষে ফিরমিনোর নির্বিষ শট জালে জড়িয়ে যায়। ৬৬ মিনিটে ব্রাজিলের চতুর্থ গোলটি আত্মঘাতী। কুটিনহোর ডানপ্রান্তিক ক্রস বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের হাতে তুলে দিতে গিয়ে জালে জড়িয়ে দেন বলিভিয়া ডিফেন্ডার জোস ক্যারাসকো।
মরশুমের শুরু থেকে বার্সেলোনার জার্সিতে দারুণ ছন্দে থাকা কুটিনহো যদিও গোল তুলে নেন ৭ মিনিট বাদেই। ৭৩ মিনিটে নেইমারের আলতো চিপ ক্রসে হেড করে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করেন বার্সা মিডফিল্ডার। দিনের অন্য ম্যাচে আরেক দুর্বল প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারাল কলম্বিয়া। প্রথমার্ধেই এদিন ৩টি গোল তুলে নেন জেমস রডরিগেজরা। যদিও গোল পাননি এভার্টন তারকা।
ম্যাচের ১৬ মিনিটে দুভান জাপাতার গোলে ম্যাচে প্রথম লিড নেয় কলম্বিয়া এরপর ২৬ মিনিটে এবং প্রথমার্ধের সংযুক্তি সময়ে আরও দু’টি গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন মুরিয়েল ফ্রুতো। খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।