ব্যাঙ্গালুরুকে রুখে দিয়ে স্বপ্নযাত্রায় আরেক ধাপ এগোলো বসুন্ধরা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

এএফসি কাপের লড়াইয়ে শনিবার ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল বসুন্ধরা কিংস। এ ম্যাচে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের প্রতিনিধিরা। একই সঙ্গে স্বপ্নযাত্রায় এগিয়েছে আরেক ধাপ।

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ভারতের জায়ান্ট ব্যাঙ্গালুরুর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।

মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বসুন্ধরা কিংসই। তবে ব্যাঙ্গালুরু অনেক বেশি আক্রমণ করেছে। তারা মোট ১৪টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। অন্যদিকে কিংসের ৬ শটের মাঝে লক্ষ্যে ছিল ২টি। শেষ পর্যন্ত অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি।

প্রথম ম্যাচে স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শেষ ম্যাচ খেলবে ভারতের আরেক জায়ান্ট এবং ‘ডি’ গ্রুপের অন্যতম ফেবারিট মোহনবাগানের বিপক্ষে।

ব্যাঙ্গালুরু এফসি নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে তাদের স্বদেশি ক্লাব মোহনবাগানের কাছে হেরেছিল। দ্বিতীয় ম্যাচ ড্র করে সুনিল ছেত্রিদের বিদায় ঘন্টা বেজে গেছে প্রায়। তারা শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে।