ব্যবসা-শিক্ষা অনুষদের সেমিনার

প্রিমিয়ার ইউনিভার্সিটি

নগরীর দামপাড়ার প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-শিক্ষা অনুষদের উদ্যোগে ইউনিভার্সিটির সকল শিক্ষকের জন্য ‘ইমপ্যাক্ট র‌্যাংকিং অব হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস’ শিরোনামে এক  সেমিনার অনুষ্ঠিত  হয়। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত  সেমিনারে প্রধান অতিথি

ও কি নোট স্পিকার ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড.  মো. আবু তাহের। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার ও ব্যবসা-শিক্ষা অনুষদের সমন্বয়কারী প্রফেসর একেএম তফজল হক। ড. আবু তাহের বলেন,  সোনার বাংলা বা উন্নত বাংলাদেশ গড়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একারণে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা অত্যন্ত মানসম্মত হতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হবে।  সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর একেএম তফজল হক প্রিমিয়ার ইউনিভার্সিটির  রেজিস্ট্রার খুরশিদুর রহমান,  অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক ও গণিত বিভাগের  চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির।  বিজ্ঞপ্তি