বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

সংবাদদাতা, বান্দরবান
বান্দরবানে মালবাহী ট্রাক খাদে পড়ে শরিফ উদ্দিন (৩২) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে থানচি-লিক্রি নির্মাণাধীন সীমান্ত সড়কের ২৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ জেলা শহরের হাফেজঘোনা এলাকার গনি ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানায়, থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কে নির্মাণ কাজে নিয়োজিত একটি ট্রাক ২৯ কিলোমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় চালক শরিফ ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সকালে থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কের ৩ কিলোমিটার দূরে ওয়াচাকো পাড়া এলাকায় নির্মাণ শ্রমিকবাহী একটি চাঁদের গাড়ি দুর্ঘটনায় ৫ জন মারা যায়।