বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান »
বান্দরবানের রোয়াংছড়িতে উনুমং মার্মা (৪৫) নামে জেএসএসের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উনুমং মার্মা একই ইউনিয়নের তালুকদার পাড়ার গংজক মার্মার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সাড়ে ১১টার দিকে উনুমং মার্মা তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার একটি দোকানে বসে চা খাচ্ছিল। এসময় হঠাৎ করে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সন্ত্রাসীরা তার লাশ নিয়ে যায় বলে জানায় এলাকাবাসী। নিহত উনুমং মার্মা জেএসএস এর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
তারাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার উচিমং মার্মা জানান, স্থানীয় একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় সন্ত্রাসী একটি গ্রুপ এসে উনুমং মার্মাকে গুলি করে। পওে তার লাশ তারা নিয়ে গেছে। এ সময় স্থানীয় ২ জুমচাষিকেও তাদের সাথে নিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের নোয়াপাড়ায় জেএসএস’র এক কর্মীকে গুলি করে হত্যার খবর পেয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।