নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :
বান্দরবানে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
২৪ এপ্রিল সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় জেলা সদরের পাঁচশত কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে উপহার সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১টি সাবান প্রদান করা হয়।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী , অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, জেলা প্রশাসনের দুর্যোগ ও ত্রাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিমন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে এছাড়া ও ভিজিএফ ও ত্রাণ সহায়তার নগদ অর্থ মিলে সর্বমোট ৩ কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার নয়শত টাকা বরাদ্দ বান্দরবানে এসেছে যা দিয়ে জেলার দুস্থ ও অসহায়দের বিভিন্নভাবে সহায়তা করা হবে। আগামীতেও সহায়তা অব্যাহত থাকবে।
























































