বান্দরবানের সিভিল সার্জনসহ নতুন ২১ জন করোনা শনাক্ত

সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানের  সিভিল সার্জন ডা. অং সুই প্রম্ন মার্মা ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিং হ্লা মংসহ  নতুন করে আরো ২১  জন করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার  কক্সবাজার ল্যাবে করোনা পরীড়্গার রিপোর্ট প্রকাশের পর তারা করোনা পজেটিভ শনাক্ত হয়। বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল এ তথ্য জানান। মঙ্গলবার জেলার ৮০ টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয় । বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রানেত্মর সংখ্যা ৪৩৩ জন।

মঙ্গলবার রাতে বান্দরবান জেলার সিভিল সার্জনসহ নতুন আরো ২১ জন করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে সদরে ১৪ নাইড়্গ্যংছড়ি ৩ জন লামা ৩ জন ও রোয়াংছড়ি ১ জন।  সদরের আক্রানত্ম ১৪ জনের মধ্যে সিভিল সার্জন ডা. অং সুই প্রম্ন র্মামা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকোশলী চিং হ্লা মং উজানী পাড়ায় ৪  নিউগুলশান এলাকায় ৬ জন আর্মি পাড়ায় ১ জন বালাঘাটা ১জন ।  এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রানেত্মর সংখ্যা ৪৩৩ জন। তবে এর মধ্যে ৯৬ জন সুস’ হয়ে গেছে। বাকীরা হাসপাতালে ও বাসায় আইসোলেশনে রয়েছে। নতুন আক্রানত্মদেরও আইসোলেশনে আনার ব্যবস’া নেয়া হচ্ছে।

বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, মঙ্গলবার সিভিল সার্জনসহ নতুন আরো ২১ জন করোনা আক্রান্ত হয়েছে। সিএস স্যার নমুনা দেয়ার পর থেকে কোয়ারেন্টিনে রয়েছে পজেটিভ আসার পর উনি আইসোলেশনে গিয়েছেন। এনিয়ে বান্দরবানে আক্রান্তের সংখ্যা ৪৩৩ জন। এরমধ্যে সদরে আক্রান্তের সংখ্যা খুবই বেশি।