বাজার তদারকি করবে ৪০ টিম

রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক »

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের ৪০ টিম মাঠে থাকবে। নগরীতে ৬ সহকারী কমিশনার (ভূমি) ও ৪ ম্যাজিস্ট্রেটের পৃথক ১০ টিম এবং ১৫ উপজেলায় ১৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১৫ সহকারী কমিশনারের পৃথক ৩০টি টিম সার্বক্ষণিক বাজার তদারকির দায়িত্বে নিয়োজিত থাকবে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রেস ক্লাব প্রতিনিধি, ক্যাব ও বাজার বা মার্কেট পরিচালনা কমিটির সদস্যরা অভিযানে সহযোগিতা করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৃথকভাবে বাজার তদারকি করবে। পবিত্র রমজানে নিত্যপণ্যের অবাধ সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ কথা বলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রমজানকে টার্গেট করে চাল, ডাল, চিনি, ছোলা, তেল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, কাঁচা মরিচ ও ধনে পাতাসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুদ রেখে অহেতুক মূল্য বৃদ্ধির মাধ্যমে বাজার অস্থিতিশীল করে তোলে। এতে করে একদিকে সরকারের বদনাম, অন্যদিকে ভোক্তাদের দুর্ভোগ পোহাতে হয়।

তিনি বলেন, পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলে মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকে না। এরপরেও কিছু কিছু চিহ্নিত ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে। এখন থেকে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক। একইসাথে পণ্য ক্রয়-বিক্রয়ের হাল নাগাদ রশিদ চাহিবা মাত্র দেখাতে হবে। এর ব্যত্যয় ঘটতে পারবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারূফের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাকিব হাসান, সিএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার পংকজ দেবনাথ, বিএসটিআই’র উপপরিচালক মো. মাজহারুল হক শাহ, কেজিডিসিএল’র উপ-ব্যবস্থাপক মো. রাহাদুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. নওশাদ খান, কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার মো. মুশফিকুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক হাবিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. ছালামত আলী, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, উইমেন চেম্বারের সিনিয়র সহসভাপতি আবিদা মুস্তফা, খাতুনগঞ্জের আমদানিকারক মঞ্জুর মোর্শেদ, বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জানে আলম, টি কে গ্রুপের ম্যানেজার এএনএম ইকবাল হোসেন, রেয়াজউদ্দিন বাজার আড়ৎদার কল্যাণ সমিতির সভাপতি রশিদ আহম্মদ, সাধারণ সম্পাদক ফারুক শিবলী, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর প্রমুখ।

সভায় ক্যাব, বিভিন্ন মার্কেট, বাজার, শপিং মল, আড়তদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।