বাংলা টাইগার্সের কর্মকর্তাদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাক্ষাত

বাংলাদেশী ক্রিকেটারদের বিদেশী লিগগুলোতে নিয়মিত অংশগ্রহণ বাড়াতে আরো উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী বলেন, কেবল হাতে গোনা দুয়েকজন নয়, তরুন প্রতিভাবান ক্রিকেটাররাও যেনো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে পারে সেদিকে নজর দেয়ার সময় এসেছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় নিজ কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আবুধাবী টি-টেন ক্রিকেট লিগে বাংলাদেশের একমাত্র দল বাংলা টাইগার্সের কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
এসময় ক্রীড়া উপমন্ত্রীকে ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আবুধাবী টি-টেন ক্রিকেট লিগ উপভোগ করার আমন্ত্রন জানান বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াসিন চৌধুরী। টুর্নামেন্ট দেখতে যাবার আগ্রহ প্রকাশ করে মন্ত্রী বলেন, অনেক আফগান খেলোয়াড় বিদেশী লিগে নিয়মিত খেলছে। অথচ এখানে বাংলাদেশী খেলোয়াড়ের অংশগ্রহণ অনেক কম। তবে এবারের টি-টেন লিগে বেশ ক’জন বাংলাদেশী খেলোয়াড় সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আগামীতে অলিম্পিকের মত বড় আসরে টি-টেন ক্রিকেট সংযুক্ত হতে পারে বলে আশাবাদ জানান তিনি।
গত আসরে তৃতীয় হওয়া বাংলা টাইগার্সে এবার আফিফ হোসেন, মেহেদী হাসানের মত দেশী তারকা ছাড়াও এন্ড্রু ফ্লেচার, দাসুন সানাকা, জনসন চার্লস, মোহাম্মদ ইরফানের মত বিদেশী ক্রিকেটাররা অংশ নেবেন। দলকে শিরোপা জেতাতে ভারসাম্যপূর্ন দল গড়েছেন বলে জানান দলটির স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী। এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ইসমাঈল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি