বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের আসর 

সুপ্রভাত ডেস্ক »

গত ২১ জানুয়ারি শুক্রবার, রাত আটটায় (স্থানীয় সময়) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে শিল্প সাহিত্যের আসর ভার্চুয়ালি  অনুষ্ঠিত হয়।

তিন পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বেনজির শিকদার, রওশন হাসান ও ডা: রওনক আফরোজ।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, কানাডাসহ  বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী  লেখক, কবি, ছড়াকার, সংগীত শিল্পীরা অংশগ্রহন করেন। প্রায় তিন ঘন্টা ব্যাপী  স্থায়ী এ অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা কথামালা,ছন্দ,কাব্য ও সুরে অনুষ্ঠানে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে বিমোহিত করেন।

নান্দনিক এই আয়োজনে অংশগ্রহন করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, সম্পাদক সানাউল হক, ইউসুফ রেজা, অজয় দাশগুপ্ত, মোহিত কামাল, ডক্টর নুরুন নবী, আহ‌মেদ জ‌সিম, সোনিয়া কাদির, লালন নূর, শান্তা নাগ, সুব্রত চৌধুরী, আলকামা সিদ্দিকী, ইশতিয়াক রুপু , দস্তগির জাহাংগীর, বিমল কুমার সরকার .মৌ মধুবন্তি , রিপা নুর , রিম্মি রুম্মান,মে‌রিস্টেলা আহ‌মেদ শ্যাম‌লি, অনিরুদ্ধ আলম,ব‌দিউজ্জ্মান নাসিম , সুজাত মনসুর , নুরুননবী ও হোসাইন কবির প্রমুখ ।

সভাপতিত্ব করেন  বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার  আহবায়ক  মিশুক সেলিম, সূচনা বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ও প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন  আবু সাঈদ রতন ।

সংবাদটি আমেরিকা থেকে পাঠিয়েছেন খালেদ সরফুদ্দীন।